রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফির প্রয়াণ

কলকাতা: প্রয়াত হলেন রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি৷ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজ়িজ় সফি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন৷ তাঁর বয়স হয়েছিল ৮০ বছর৷ গত কয়েক সপ্তাহ মিন্টোপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিত্সা চলছিল৷ তবে, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ জানা

রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফির প্রয়াণ

কলকাতা: প্রয়াত হলেন রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি৷ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজ়িজ় সফি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন৷ তাঁর বয়স হয়েছিল ৮০ বছর৷ গত কয়েক সপ্তাহ মিন্টোপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিত্‍সা চলছিল৷ তবে, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, ডেপুটি স্পিকার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ় অর্থাত্‍ ফুসফুসের সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি৷

জানা গিয়েছে, আজই তাঁর দেহ বিধানসভায় নিয়ে যাওয়া হবে৷ সেখানে তাঁকে শ্রদ্ধা জানাবেন শাসক-বিরোধী দলের নেতারা৷ দলের অন্যতম বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রাক্তন আইপিএস হায়দর আজিজ সফি কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান, ডিজি ফায়ার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন৷কর্মজীবনে বিশেষ সাফল্যের জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন তিনি৷ ২০০৫ সালে অবসর নেওয়ার পর ২০০৯ সালে তৃণমূলে যোগ দেন সফি৷ ২০১১ ও ২০১৬ সালে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 3 =