নবান্ন অভিযানে পুলিশকে মারধর, গাড়িতে আগুন! ৪ জন গ্রেফতার

নবান্ন অভিযানে পুলিশকে মারধর, গাড়িতে আগুন! ৪ জন গ্রেফতার

কলকাতা: মঙ্গলবারের বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম হয়েছে শহর এবং সংলগ্ন এলাকায়। কলকাতার মতোই ব্যাপক উত্তাপ ছড়িয়েছিল সাঁতরাগাছি এবং হাওড়া ময়দান চত্বরে। পুলিশের সঙ্গে কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছিল বিজেপি কর্মীরা। বচসা, মারধরের ঘটনা সামলাতে কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার করা হয়। কিন্তু তাতেই হিংসা কমেনি। বিজেপি কর্মীদের মারে একাধিক পুলিশ আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি। এদিকে এক পুলিশ আধিকারিককে বেধড়ক মারধর করার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যিনি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। তাঁকে মারার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- নিম্নচাপের ধাক্কায় বুধেও বৃষ্টি শহরে, ভারী বৃষ্টির সতর্কতা আরও চার জেলায়

জানা গিয়েছে, বিজেপি কর্মীদের মারে আহত হয়ে অন্তত ৩০ জন পুলিশ এখন হাসপাতালে ভর্তি। মারধরের ঘটনা ছাড়াও মঙ্গলবার এমজি রোডে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিজেপি কর্মীদের একাংশ এই কাজ করেছে বলেই অভিযোগ। যদিও বিজেপির দাবি, পুলিশই ওই গাড়িতে আগুন লাগিয়েছে, বোমা মেরেছে। এই মুহূর্তে খবর, গাড়িতে আগুন লাগানোর ঘটনাতেও একজনকে গ্রেফতার করা হয়েছে। দাউ দাউ করে পুলিশের গাড়ি জ্বলছে একমন ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। অন্যদিকে, পুলিশ কর্মীকে মারার ভিডিও ছেয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, মাথায় হেলমেট আর পুলিশের পোশাক পরে আছেন দেবজিৎ চট্টোপাধ্যায়। আচমকাই একদল বিজেপি কর্মী তাঁকে মারতে শুরু করে। হাতে পতাকার লাঠি, ইট নিয়ে মারা হয়।

লালবাজার সূত্রে খবর, এই মারের ঘটনায় বেলেঘাটা, নিউ মার্কেট থানা এলাকা এবং এন্টালি থানা এলাকা থেকে একজন করে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, দেবজিৎ চট্টোপাধ্যায় সহ আহত পুলিশ কর্মীদের আজ বিকেলে হাসপাতালে দেখতে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + four =