কলকাতা: উপনির্বাচনে জয়ী তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথগ্রহণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য বিধানসভায় শপথ নিলেন নব নির্বাচিত চার বিধায়ক মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, সুপ্তি পাণ্ডে এবং মধুপর্ণা ঠাকুর। যদিও তাঁদের শপথগ্রহণ অনুপস্থিত ছিলেন বিজেপির পরিষদীয় দল। তাঁদের বক্তব্য, সংবিধান মেনে এই চার বিধায়কের শপথ গ্রহণ হয়নি। তাই শপথগ্রহণের সময় তাঁরাও উপস্থিত থাকেননি।
এদিকে, বিরোধীদের দাবি খারিজ করেমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংবিধান মেনেই চার বিধায়কের শপথগ্রহণ হচ্ছে। এটা ভারত এবং বাংলার ইতিহাসে নজির হয়ে রইল বলেও মন্তব্য করেন তিনি। সংবিধানে শপথগ্রহণ সম্পর্কে কী লেখা রয়েছে, তা বিধানসভায় পড়েও শোনান মুখ্যমন্ত্রী৷