কলকাতা: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) মামলা নিয়ে টালবাহানা অব্যাহত৷ এই নিয়ে চতুর্থ বার এসএসসি মামলা ফিরিয়ে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এই নিয়ে চারটি ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল মামলাটি। তবে এ বার ভর্ৎসনার সুরে আইজীবীদের উদ্দেশে ডিভিশন বেঞ্চ বলে, ‘‘নিয়ম মেনে কাজ করুন।’’
আরও পড়ুন- ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, বৃষ্টি-দমকা হাওয়ায় মিলবে স্বস্তি?
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য গঠিত উপদেষ্টা কমিটির সদস্যদের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। গত শুক্রবার কমিটির চার সদস্যকে সিবিআইয়ের সম্মুখীন হওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। নাটকীয় ভাবে রাত ১১টার সময় কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু বাকি চার সদস্য একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন৷ রক্ষাকবচ চান তাঁরা৷ ইতিমধ্যেই তিনটি ডিভিশন বেঞ্চ ওই মামলা ফিরিয়ে দিয়েছে। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে মামলা উঠলে তাঁদের বেঞ্চও জানিয়ে দেয়, তারা মামলাটি শুনতে আগ্রহী নয়।
২০১৯ সালের ১ নভেম্বর স্কুলে নিয়োগ সংক্রান্ত বিষয়টি পর্যবেক্ষণের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করে রাজ্য সরকার। ওই কমিটির উপদেষ্টা ছিলেন শান্তিপ্রসাদ সিনহা৷ এছাড়াও কমিটিতে ছিলেন সুকান্ত আচার্য (তৎকালীন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব), প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়, (তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি), অলোককুমার সরকার (শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর) এবং তাপস পাঁজা (শিক্ষা দফতরের আইনি অফিসার)। বিচারপতি গঙ্গোপধ্যায়ের রায়ের বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে কমিটির পাঁচ সদস্য প্রধান বিচারপতির এজলাসে যান। তাঁর নির্দেশেই পর পর তিনটি ডিভিশন বেঞ্চে যার মামলা। কিন্তু, তিনটি বেঞ্চই মামলাটি ফিরিয়ে দেয়। মঙ্গলবার মামলা ফেরাল চতুর্থ বেঞ্চও৷
এদিন শুনানি চলাকালীন কমিটির সদস্যদের আইনজীবীরা মামলাটি মেনশন করতে গেলে বিরক্তি প্রকাশ করেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি সরাসরিই বলেন, “আপনারা সৌজন্যতা বজায় রেখে চলুন। যখন তখন মেনশন করতে চলে আসছেন কেন?’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>