সরসুনা কলেজে ১৮ লক্ষ টাকা তছরূপের অভিযোগ! দুই অশিক্ষক কর্মী অভিযুক্ত, একজন মহিলা

সরসুনা কলেজে ১৮ লক্ষ টাকা তছরূপের অভিযোগ! দুই অশিক্ষক কর্মী অভিযুক্ত, একজন মহিলা

কলকাতা: বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেলে। নিয়োগ দুর্নীতি ইস্যুতে তিনি জেলবন্দি। দুর্নীতির শিকড় ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে তা এখনও আন্দাজ পাওয়া যায়নি। এই সময়ই এবার সামনে এল কলেজ দুর্নীতির ঘটনা। সেটা কোথায়, না সেই পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকাতেই! আর্থিক তছরূপের ঘটনা ঘটেছে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সরসুনা কলেজে। অভিযুক্ত ওই কলেজের দুই অশিক্ষক কর্মী। তাদের মধ্যে একজন আবার মহিলা। 

সূত্র মারফত জানা গিয়েছে, অশিক্ষক দুই কর্মীদের মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ, তিনি আবার পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’। দুজনের বিরুদ্ধেই টাকা তছরূপের অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে, ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই কাজ করেছেন তারা এবং কলেজ ফান্ডের ১৮ লক্ষ টাকা জালিয়াতি করা হয়েছে। জানা গিয়েছে দুই অভিযুক্তর মধ্যে একজন লাইব্রেরিয়ান অমিত মুখোপাধ্যায় এবং অন্যজন কলেজের এক কর্মী মৌ বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে খবর, ২০১৮ সালে অমিত এলাকার যুব তৃণমূল ব্লক সভাপতি ছিলেন। এরপর কলেজের অ্যাকাউন্টসের দায়িত্বে থাকা ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়। এই সময়ের মধ্যেই কলেজে চাকরি পান অমিত। কানাঘুষো যে, পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই তাঁকে চাকরি দেওয়া হয়েছিল এবং তাঁকেই অ্যাকাউন্টসের দায়িত্ব দেওয়া হয়।