শুভেন্দু তো আটক! পথে সুকান্ত, পার্টি অফিসে দিলীপ, অভিযানের ভবিষ্যৎ কী

শুভেন্দু তো আটক! পথে সুকান্ত, পার্টি অফিসে দিলীপ, অভিযানের ভবিষ্যৎ কী

কলকাতা: বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে আজ সকাল থেকেই উত্তাপ গোটা বাংলায়। তিন দিক থেকে তিন শীর্ষ নেতার মিছিল আসার কথা ছিল। কিন্তু দুজনের মিছিল আপাতত তৈরি থাকলেও একজন আটক হয়েছেন ইতিমধ্যে। সাঁতরাগাছি যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুতে আটকানো হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ আলিপুর পুলিশ লাইনের সামনে বাধা দেওয়া হয় তাঁকে৷ পরে শুভেন্দু, লকেট এবং রাহুল সিনহাকে আটক করে পুলিশ। কিন্তু হাওড়া স্টেশন চত্বর থেকে মিছিল নিয়ে বেরোচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে, মুরলীধরের পার্টি অফিসে বৈঠকে আছেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন- বিজেপি’র নবান্ন অভিযানের বিরোধিতায় এবার মামলা দায়ের হাই কোর্টে

শুভেন্দু অধিকারীদের তো আটকে দেওয়া হয়েছে, তাহলে সুকান্ত বা দিলীপদের মিছিলের কী হবে? এখন এটাই প্রশ্ন। এই মুহূর্ত পর্যন্ত সেইভাবে নবান্ন অভিযান শুরুই হয়নি, তার আগেই আটক এক পক্ষ। জানা গিয়েছে, হাওড়া স্টেশনে কর্মীদের নিয়ে কিছুক্ষণের মধ্যেই বের হবেন সুকান্ত মজুমদার। ওদিকে, পার্টি অফিসে কর্মীদের নিয়ে বৈঠক সেরেই রওনা হবেন দিলীপ ঘোষ। আন্দাজ করাই যাচ্ছে যে রাস্তায় আবারও উত্তাপ বাড়তে চলেছে। কারণ আগেই জানা গিয়েছিল যে পুলিশ বিজেপির এই মিছিলকে পথেই আটকাবে। নবান্ন পর্যন্ত কোনও ভাবেই যেতে দেবে না।

এদিকে সাঁতরাগাছিতে শুভেন্দু অধিকারীকে ছাড়াই মিছিল শুরু হচ্ছে। কিন্তু পুলিশ পুরোদমে তৈরি এই মিছিল আটকাতে। বাহিনী থেকে শুরু করে জলকামান, সব তৈরি করে রেখেছে তারা। এদিকে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, বিজেপির সঙ্গে লোক নেই। দ্বন্দ্ব রয়েছে দলের অন্দরেই। তাঁর কথায়, দিলীপ ঘোষ বলেছিলেন বাধা পেলেই বসে পড়তে। তাহলে শুভেন্দু বসলেন না কেন, প্রশ্ন তুলে কটাক্ষ কুণালের।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − six =