কলকাতা: সন্দেশখালির স্টিং ভিডিয়োকাণ্ডে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল৷ অভিযোগ, তাঁর ছবি ব্যবহার করে ‘ভুয়ো’ ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে৷ এর বিরুদ্ধে হাই কোর্টে মামলা করার অনুমতি চান গঙ্গাধর। তাঁকে অনুমতি দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।
গত শনিবার সন্দেশখালির স্টিং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে৷ যেখানে গঙ্গাধরকে কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে বলতে শোনা যায়, সন্দেশখালির আন্দোলন সাজানো। অর্থ ও মোবাইলের বিনিময়ে সেখানকার মহিলাদের ব্রেন ওয়াশ করা হয়েছিল৷ তাঁরা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণ এবং অত্যাচারের মিথ্যা অভিযোগ দায়ের করেন। যদিও সেই ভিডিয়োর সত্যাসত্য অনুসন্ধান করেনি আজবিকেল.কম৷
এদিন আদালতের কাছে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল৷ কারণ ভুয়ো ভিডিয়োকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সিবিআই-এর কাছেও এই বিষয়ে আবেদন করেছেন গঙ্গাধর।
এদিকে, স্টিং ভিডিয়ো সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি৷ কারণ, ওই ভিডিয়োতে একাধিক বার শুভেন্দু অধিকারীর নাম নিতে শোনা গিয়েছে৷ যদিও এই ভিডিয়োটি ডিপ ফেক বলে দাবি করেছেন বিরোধী দলনেতা৷