চুঁচুড়া: হাসপাতাল চত্বরে পুলিশের সামনেই দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি৷ এই ঘটনায় তোলপাড় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল৷ আতঙ্কে রোগীর পরিজনেরা৷
আরও পড়ুন- যে ঘরে বিউটিশিয়ান কোর্স করাতেন দেবযানী, আলিপুর জেলের সেই ঘরই এখন অর্পিতার ঠিকানা
শুক্রবার মাদক মামলায় গ্রেফতার করা হয় টোটন বিশ্বাস নামে এক দুষ্কৃতীকে৷ শনিবার আদালতে তোলার আগে বেলা ১২টা নাগাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমামবাড়া হাসপাতাল নিয়ে আসা হয় তাকে৷ তার সঙ্গে প্রিজন ভ্যান আরও কয়েকজন বন্দিও ছিল৷ হঠাৎ চলল গুলি৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রিজন ভ্যান থেকে নামার সময় টোটনকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ গুলিবিদ্ধ অবস্থায় তাকে সোজা অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়৷
স্থানীয়দের কথায়, এলাকায় রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই টোটন। খুন-সহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিন সম্ভবত রোগীর আত্মীয় সেজেই হাসপাতাল চত্বরে আগে থেকে বসে ছিল হামলাকারীরা৷ ভ্যান থেকে নামতে গেলেই গুলি করা হয় তাঁকে৷ গুলির শব্দে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়৷ বন্ধ করে দেওয়া হয় জরুরি বিভাগের গেট।
এদিকে, হুলস্থূল পরিস্থিতির মধ্যে গা ঢাকা দেয় হামলাকারীরা৷ কে বা কারা টোটনের উপর হামলা চালাল, সে সস্পর্কে ধোঁয়াশায় পুলিশ৷ কেন গুলি চালানো হল, তাও স্পষ্ট নয়৷ ব্যক্তিগত শত্রুতা নাকি এলাকাদখলের লড়াই, সেটা বোঝার চেষ্টা চালাচ্ছে চন্দননগর কমিশনারেটের পুলিশকর্মীরা। হামলাকারীদের সন্ধান পেতে খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসি টিভি ফুটেজ৷ এর আগে টোটন বিশ্বাসের দাদা তারক বিশ্বাসের উপরেও হামলার ঘটনা ঘটেছিল। দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছিল টোটনের দাদার।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
