দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধিতে সরকারি ঋণদান

দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধিতে সরকারি ঋণদান

কলকাতা: দুধ, ডিম ও মাংস উৎপাদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই কারণে চলতি অর্থবর্ষে ১ লক্ষ ৭ হাজার জনকে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ২০২০ সালে এই কার্ড চালু করা হয়।  রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়, ছাগল, গরু, শুকর প্রভৃতি পালনে যারা আগ্রহী তাদের সরকারের তরফ থেকে আর্থিকভাবে সাহায্য করা হবে।  এইজন্য ইতিমধ্যেই কিষান ক্রেডিট কার্ড প্রদান করা শুরু হয়েছে।

নিয়ম বলছে, দুটি ভালোমানের গরু ক্রয় করতে ৩০০ দিনের শর্তে ৬৭ হাজার টাকা দেওয়া হয়।  ১ হাজার ব্রয়লার মুরগি পালনের জন্য ঋণ দেওয়া হবে ১ লক্ষ ৭৫ হাজার টাকা।  মাত্র ৪০ দিন মেয়াদের জন্য এই ঋণ দেওয়া হয়।  ১০টি ছাগল পালন বাবদ ৩০০ দিনের জন্য ২০ হাজার টাকা ঋণ দেওয়া হয়।  চারটি বিদেশি ঘুংরু প্রজাতির শূকর পালনের জন্য দেওয়া হয় ৪১,৬৮০ টাকা ঋণ। এই ঋণের মেয়াদ ২৪০ দিন। ঋণ মেটানোর পর আবার ঋণ নেওয়া যাবে। এই চারটি ক্ষেত্রেই কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া হয়। এই বছর ৬ই ডিসেম্বর পর্যন্ত ৪০,৫৬৩টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে ১১১টি ব্যাংকের অনুমোদন পেয়েছে। প্রাণিসম্পদ বিকাশ দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

লক্ষাধিক আবেদনের মধ্যে ৯০ হাজার ঋণ চান গরু পালনের জন্য।  ১০ হাজার জন ঋণ নেবেন ছাগল পালনের জন্য। অন্যদিকে ৭ হাজার ব্যক্তি মুরগি পালন করতে চান।  সব জেলার মধ্যে থেকে সব থেকে বেশি   আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ জেলা থেকে।  এরপর  রয়েছে পূর্ব বর্ধমান, আলিপুরদুয়ার, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলা।  সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পটির মূল উদেশ্য, দুগ্ধ উৎপাদনে জোর।  সেই কারণে গরু পালনে বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া ডিম ও মাংস উৎপাদনেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই সংক্রান্ত ছোট ছোট ব্যবসায় সরকারের তরফ থেকে উৎসাহ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =