যৌন হেনস্থার তদন্ত! কলকাতার পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে চিঠি রাজ্যপাল বোসের

কলকাতা: গত মে মাসের ঘটনা৷ রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেথিলেন কলকাতার পুলিশ…

c.v. bose

কলকাতা: গত মে মাসের ঘটনা৷ রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেথিলেন কলকাতার পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট ডিসি৷ সেই অভিযোগেই তাঁদের অপসারণের আর্জি জানিয়ে নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর৷

 

নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের আইএএস, আইপিএস ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তথা ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)-কে চিঠি লিখেছেন রাজ্যপাল বোস। তাঁর আর্জি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে যেন অসাংবিধানিক কাজের জন্য পদ থেকে সরানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *