শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, “আমার আত্মসম্মান নিয়ে প্রশ্ন তুললে, তাঁকে ভুগতেই হবে।”
প্রসঙ্গত, রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই দিল্লিতে নিয়ে গিয়ে এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজ্যপাল বোসের বিরুদ্ধে। মঙ্গলবার সেই প্রসঙ্গে টেনে শিলিগুড়ি থেকে রাজ্যপাল বলেন, “আমার আত্মসম্মানে আঘাত লাগে, কেউ এমন কোনও মন্তব্য করে থাকলে, তাঁকে তাঁর পরিণতি ভুগতে হবে।” মুখ্যমন্ত্রীর নাম না করেই রাজ্যপাল বলেন, “উনি আমার প্রশাসনিক সহকর্মী। কিন্তু এক্ষেত্রে উনি দোষী।”