বাস্তবের সঙ্গে মিল নেই! বিজনেস সামিটে বিনিয়োগ নিয়ে প্রশ্ন ধনকড়ের

বাস্তবের সঙ্গে মিল নেই! বিজনেস সামিটে বিনিয়োগ নিয়ে প্রশ্ন ধনকড়ের

কলকাতা: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বড় বিনিয়োগ হয়েছে বলে দাবি করেছিল রাজ্য সরকার। কিন্তু এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একই সঙ্গে তিনি বাংলার শিল্প পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প নীতির। এই ইস্যুতে টুইট করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। 

টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছেন, রাজ্য সরকার দাবি করছিল যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল। কিন্তু তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। তিনি বলছেন, ‘২০২০ সালের ২৫ অগাস্ট বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের পঞ্চম সংস্করণে ১২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তথ্যাদি চেয়েছিলাম। একবছর হয়ে গেলেও কোনও উত্তর আসেনি।’ এই প্রেক্ষিতেই তাঁর মন্তব্য, শিল্পায়নের জন্য স্বচ্ছতা এবং দায়বদ্ধতা থাকা দরকার, কিন্তু পশ্চিমবঙ্গে তার কিছুই নেই, শুধু কালো ছায়া রয়েছে। 

এর পাশাপাশি তিনি রাজ্য সরকারের কাছ থেকে কী কী তথ্য চেয়েছিলেন তাও ব্যাখ্যা দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি জানান, ২০১৬ সাল থেকে বছরে কত টাকা খরচ হয়েছে তার তথ্য তিনি পাননি। এদিকে, কতগুলি মউ স্বাক্ষর হয়েছে, প্রতিটা সামিটে কত বিনিয়োগ ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০১৬ সাল থেকে কত বিনিয়োগ ও কর্মসংস্থান হয়েছে, এসবের কোনও তথ্য তাঁকে দেওয়া হয়নি। এই কারণেই তিনি চান যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করুন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + seventeen =