রাজ্য নির্বাচন কমিশনারকে হঠাৎ তলব রাজ্যপালের, দুপুরেই সাক্ষাৎ

রাজ্য নির্বাচন কমিশনারকে হঠাৎ তলব রাজ্যপালের, দুপুরেই সাক্ষাৎ

কলকাতা: পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে হিংসার ঘটনার অভিযোগ এসেছে। বিরোধীরা শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মারধর, বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ তুলেছে। অনেক মানুষের মৃত্যুও হয়েছে বলে দাবি। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনার এবং নবান্নের থেকে এই ইস্যুতে রিপোর্ট তলব করেছে। এবার জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ রাজভবনের তলব করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। দুপুরেই এই সাক্ষাৎ হওয়ার কথা। 

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, উত্তর দিনাজপুরের চোপ়ড়া, উত্তর ২৪ পরগনার বসিরহাট, সহ আরও একাধিক জায়গা থেকে লাগাতার হিংসার অভিযোগ এসেছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে। শুক্রবারই ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল বোস। এবার তিনি তলব করলেন নির্বাচন কমিশনারকে। কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেই রাজভবনে তলব করা হয়েছে তাঁকে। এখন এটাই দেখার আলোচনা শেষে কী তথ্য বেরিয়ে আসে। অবশ্য শনিবার সকালেই পঞ্চায়েত ভোট সংক্রান্ত সবথেকে বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাচ্ছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার।