রিপোর্ট নয়, রাজ্যপাল চান ‘গ্রাউন্ড জিরো’ থেকে অশান্তির খবর নিতে!

রিপোর্ট নয়, রাজ্যপাল চান ‘গ্রাউন্ড জিরো’ থেকে অশান্তির খবর নিতে!

শিলিগুড়ি: পঞ্চায়েত ভোটের আবহে উত্তরবঙ্গের রাজনৈতিক উত্তাপ আপাতত বেড়েছে কারণ একই সময়ে সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে মমতা যখন ভোটের প্রচারে ব্যস্ত তখন অন্যদিকে রাজ্যের হিংসা এবং অশান্তি রোধে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন রাজ্যপাল। তিনি জানালেন, রিপোর্টে তাঁর ভরসা নেই। তিনি চান, একেবারে ‘গ্রাউন্ড জিরো’ থেকে অশান্তির খবর নিতে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত তাঁর? 

দু’দিনের সফরে সোমবার উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের আগে কেন এই উত্তরবঙ্গ সফর? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা হচ্ছে, অশান্তির ঘটনা ঘটেছে। এই নিয়ে যা রিপোর্ট আসছে তা ভরসা যোগ্য নয়। সম্পূর্ণ সত্য বলা হচ্ছে না সেখানে। তাই তিনি নিজে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে চান। এদিকে আজই আচমকাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। আগামী ২৭ জুন উপাচার্যদের নিয়ে সেখানে বৈঠকে বসবেন রাজ্যপাল।

সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সংঘাত বেড়েছে সরকার এবং রাজভবনের। পাশাপাশি রাজ্যপালের ‘পিস রুম’ চালু করা, বিজেপির সুরে সুর মিলিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করার মতো ঘটনা সংঘাতের উত্তাপ আরও বাড়িয়েছে। এবার উত্তরবঙ্গে গিয়ে এই ধরনের মন্তব্য যে একসঙ্গে রাজনৈতিক উত্তাপ এবং রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =