কলকাতা: বহু বিতর্কের পর শুক্রবার দুুুপুরে বিধানসভায় উপনির্বাচনে সদ্য জয়ী দুই তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার স্পিকার৷ তিনি শপথ পাঠ করাতেই বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবিধানিক অনৈতিকতার অভিযোগ এনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিজেই টুইট করে জানিয়েছেন সেই কথা৷ যা শোনার পর স্পিকারের খোঁতা, “রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন দেখে আমি খুশি। আমি তো আগেই রাষ্ট্রপতিকে বিষয়টি জানিয়েছি!”
সংবিধান অমান্য করেছেন স্পিকার, রাষ্ট্রপতিকে চিঠি রাজ্যপালের, বিমান বললেন ‘আমি খুশি’
কলকাতা: বহু বিতর্কের পর শুক্রবার দুুুপুরে বিধানসভায় উপনির্বাচনে সদ্য জয়ী দুই তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার স্পিকার৷…