‘মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন মুখ্যমন্ত্রী’, ‘কে সেই মহিলা?’ রাজ্যপালকে জবাব সায়ন্তিকার

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সেই মামলার শুনানি শেষ হল আজ। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে চলে সওয়াল-জবাব।…

bose mamata

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সেই মামলার শুনানি শেষ হল আজ। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে চলে সওয়াল-জবাব। মুখ্যমন্ত্রী-সহ তৃণমূল নেতারা যাতে সম্মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকে, সেই আর্জি জানিয়েই মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল৷ যদিও মুখ্যমন্ত্রীর আইনজীবী আদালতে বলেন, ‘‘রাজ্যপালের সম্মানহানি হয়, এমন কোনও মন্তব্য করা হয়নি।” শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ।

 

এই মামলায় বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা কুণাল ঘোষকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। তাঁরাও ওদিন আদালতে সওয়াল করেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি মেয়েদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন যে, তাঁরা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। সায়ন্তিকাও জানিয়েছেন, কেন রাজভবনে যেতে ভয় পাচ্ছেন তিনি। তাঁর আইনজীবী জানান, রাজভবনের এক মহিলা কর্মীর সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল, তিনি তা জানতে পেরেছেন। সেই কারণেই তিনি একজন মহিলা হিসেবে আশঙ্কা প্রকাশ করছেন।