প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, প্রতিটি জেলাকে গুরুত্ব

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, প্রতিটি জেলাকে গুরুত্ব

কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রকল্পের টাকা যোগ্য ব্যক্তিরা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। আর এর জন্য প্রতিটি জেলায় একজন করে বিশেষ আধিকারিককে দ্বায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এছাড়াও প্রকল্পের কাজে স্বচ্ছতা আনতে ইতিমধ্যে জেলা শাসক, মহকুমাশাসক, বিডিওদের ভূমিকা রাজ্য সরকার নিশ্চিত করে দিয়েছে।

আরও পড়ুন- SSKM-এ ভাঙচুর, পুলিশের ভূমিকায় ক্ষোভ মমতার, উদ্বেগ ট্রমা সেন্টার নিয়ে

সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রতিটি জেলায় একজন করে সিনিয়র আইএএস অফিসার বা ডব্লুবিসিএস অফিসারকে কাজে নিয়োগ করা হচ্ছে। পঞ্চায়েত দফতরের তরফে এমনই খবর। তবে এখানেই থেমে থাকেনি রাজ্য সরকার। পাশাপাশি নেওয়া হয়েছে আরও একগুচ্ছ পদক্ষেপ। জানা গিয়েছে, যাতে যোগ্যরা আবাস যোজনার টাকা পায়, তা নিশ্চিত করতে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এছাড়া এও জানান হয়েছে, কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। অতীতে ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গীতাঞ্জলি বা অন্য কোনও সরকারি আবাসন প্রকল্পের সুবিধে পেয়ে থাকলে, কোনও ভাবেই এ বারের প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। আবেদনকারীর পরিবারের কারও মাসিক আয় দশ হাজার টাকার বেশি হলে, পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে কিংবা আয়কর বা বৃত্তিকর দিলে তাঁরাও এই প্রকল্পের আওতায় আসবেন না।

সরকার স্পষ্ট করেছে, কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যিনি ৫০ হাজার টাকা বা তার বেশি ঋণ নিয়েছেন, বা যাদের বাড়িতে রঙিন টিভি-ফ্রিজ-এসি আছে, বাড়িতে ল্যান্ডলাইনের ফোন আছে, বা যাদের আড়াই একরের ওপর কৃষিজমি আছে, তারাও সুবিধা পাবেন না। এমনকি কারা আবাস যোজনা সুযোগ পাবেন তা নিশ্চিত করতে ১৫ দফা শর্ত বেঁধে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + six =