কলকাতা: তাঁরা সকলেই মানুষ গড়ার কারিগড়৷ আগামীর ভবিষ্যৎ তাঁদের হাতে৷ যাঁরা নীতির পাঠ দেন, তাঁরাই মত্ত মদের নেশায়৷ ফূর্তির আবেগে ভুললেন শালীনতার পাঠ৷ কারও হাতে মদের গ্লাস, কারও হাতে সিগারেট৷ টলমল পায়ে ‘টুম্পা সোনা’র মতো চটুল গানে কোমর দোলালেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা৷ শিক্ষার প্রাঙ্গনে এমনই এক লজ্জাজনক অধ্যায় লিখলেন উত্তর ২৪ পরগনার দিঘরা হরদয়াল বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকারা৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য৷
আরও পড়ুন- আরও বিস্ফোরক তথ্য মিলবে? এবার মানিক ভট্টাচার্যকে তলব ইডির
ঘটনাটি চলতি বছর ফেব্রুয়ারি মাসের৷ একটি পিকনিকে গিয়েছিলেন স্কুলের কিছু শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী৷ সেই পিকনিকে রীতিমতো মদের বোতল হাতে নিয়ে, মাথায় নিয়ে উদ্দাম নাচতে দেখা যায় শিক্ষিকাদের৷ যোগ্য সঙ্গত দেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা৷ যেন কোনও মজলিস৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য, প্রাপ্য চাকরির দাবিতে পথের ধুলো মেখে মাটি আঁকড়ে আন্দোলন চালাচ্ছেন চাকরি প্রার্থীরা, তখন এই দৃশ্য নিশ্চিত ভাবেই লজ্জার৷ প্রতিবাদে সোচ্চার হয়েছেন অভিভাবকরাও৷
এ প্রসঙ্গে প্রধান স্কুলের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি অর্ণব ঘোষ বলেন, গোটা ঘটনাটাই স্কুল পরিসরের বাইরে ঘটেছে৷ এর সঙ্গে স্কুলের কোনও যোগ নেই৷ কোনও একটি ছুটির দিনে বিদ্যালয়ের কিছু শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা ব্যক্তিগত ভাবে মিলিত হয়েছিলেন৷ সেখানেই এই ঘটনাটি ঘটেছে৷ ওই পিকনিকে বাইরের কেউ আমন্ত্রিত ছিলেন না বলেও জানান স্কুলের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি৷ তাঁর কথায়, এই ধরনের ঘটনা কিছুটা হলেও খারাপ বার্তা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেয়৷ এমন ঘটনার যাতে পুনরাবৃতি না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে৷
তিনি আরও জানান, গত ফেব্রুয়ারি কোনও এক ছুটির দিনে একটি নির্দিষ্ট বাড়ির মধ্যে স্কুলের ওই শিক্ষক-শিক্ষিকার মিলিত হয়েছিলেন৷ সেখানে স্কুল কর্তৃপক্ষের অনুমতির কোনও বিষয় ছিল না৷ সেই সঙ্গেই তিনি বলেন, এই ধরনের ঘটনা ছাত্রছাত্রীদের মনে নিশ্চিত ভাবেই কুপ্রভাব ফেলে৷ যে সকল শিক্ষক-শিক্ষিকা ওই পিকনিকে উপস্থিত ছিলেন তাঁরাও দুঃখিত ও লজ্জিত বলে জানানো হয়েছে স্কুল কমিটির পক্ষ থেকে৷ ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেই বিষয়ে তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানানে হয়৷ তবে যেহেতু স্কুলের বাইরে ব্যক্তিগত জীবনে এমন ঘটনা ঘটেছে তাই কারও বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। পাঠন পাঠনও স্বাভাবিক ভাবেই চলছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″ height=”315″ frameborder=”0″>