ফের ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল, গুলি এক যুব নেতাকে

ফের ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল, গুলি এক যুব নেতাকে

ভাটপাড়া: আবার উত্তর ২৪ পরগনা। আবার গুলি। আবার ভাটপাড়া। কালীপূজোর সময়ও বাদ গেল না। রবিবার রাতে তৃণমূলের এক যুব নেতার ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আপাতত গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। একটি গুলি নয়, ওই নেতাকে দেখে এলোপাথাড়ি গোলাগুলি চালানো হয়েছে বলেই খবর।

আরও পড়ুন- আরও কাছে সিত্রাং! বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ ৭ জেলা, জারি কমলা সতর্কতা

ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকায় ওই যুব নেতা এলাকার কালীপুজোর মণ্ডপে বসে আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই সময়ই একদল দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ৩টি মোটরবাইক করে দুষ্কৃতীরা এসেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, মোট ৬ রাউন্ড গুলি চালানো হয়েছে। ওই যুব নেতার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও সঠিকভাবে জানা যায়নি।

এই নিয়ে কতবার ভাটপাড়া এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে তা গুনে বলা যাবে না। কিছুদিন আগেও এই রকম এক ঘটনায় উত্তাল হয় এলাকা। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরে আসা নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। তারপর অন্য এক বিক্ষিপ্ত ঘটনায় এক নেতাকে গুলি করার ঘটনাও ঘটেছিল। তারপর আবার দীপাবলীর আবহে এই ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 4 =