অর্ধেক কেন্দ্রীয় বাহিনী, অর্ধেক রাজ্য পুলিশ! পঞ্চায়েত নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের

অর্ধেক কেন্দ্রীয় বাহিনী, অর্ধেক রাজ্য পুলিশ! পঞ্চায়েত নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের

কলকাতা: আসন্ন পঞ্চায়েত ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। সোমবারের আগে পর্যন্ত ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে কিনা সেটাই স্পষ্ট ছিল না। তবে শেষমেষ জানা যায়, বাহিনী আসছে। কিন্তু তাও প্রতি বুথে কত বাহিনী থাকবে বা আদৌ বাহিনী থাকবে কিনা তা পরিষ্কার করেনি নির্বাচন কমিশন। আজ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, প্রতি বুথে অর্ধেক কেন্দ্রীয় বাহিনী, অর্ধেক রাজ্য পুলিশ থাকবে। 

মঙ্গলবার আদালতে পঞ্চায়েত মামলার শুনানিতে বিএসএফের নোডাল অফিসারকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। আসলে শুনানিতে জানান হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর নিয়ম অনুযায়ী, যে কোনও জায়গায় ৪ জনের কম জওয়ান মোতায়েন করা যায় না। আর রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের জন্য পর্যাপ্ত বাহিনী নেই। তাই আগে যেমন আদালত জানিয়েছিল সেই একই নির্দেশ দিয়ে আজও জানান হল যে, রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাজ করতে পারবে। সেই প্রেক্ষিতে প্রতি বুথে সমান অনুপাতে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষ নিয়েই সওয়াল করেছে কলকাতা হাইকোর্ট। ইঙ্গিত মিলেছে, এইভাবে সমস্যার সমাধান করা যাবে।  

ইতিমধ্যেই সোমবার জানা গিয়েছে যে, পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যে পুরো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এর আগে প্রথম দফায় ২২ কোম্পানি এবং পরে ৩১৫ কোম্পানি বাহিনী রাজ্যের জন্য বরাদ্দ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তৃতীয় দফায় ৪৮৫ কোম্পানি বাহিনী চলে আসবে শীঘ্রই। রাজ্যের একাধিক জায়গায় বাহিনী টহলদারির কাজ শুরুও করে দিয়েছে কয়েক দিন হল।   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =