কলকাতা: বিগত কয়েক বছর ধরেই এই দিনে ছুটি বা অর্ধছুটি দিয়ে আসছে নবান্ন। ২০২৩ সালও তার ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। দুপুর ২টোর পর সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যদিও এগুলির মধ্যে জরুরি পরিষেবামূলক দফতরগুলি থাকছে না। সেই দফতরে কোনও ছুটি নেই। কিন্তু এক কথায় বলা যায়, জামাইদের জন্য ভালো খবর দিল রাজ্য সরকার।
সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই অর্ধদিবস ছুটির কথা ঘোষণা করেছে নবান্ন। অর্থ দফতর থেকে প্রকাশ পাওয়া এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানান হয়েছে, রাজ্যের প্রত্যেকটি শিক্ষামূলক প্রতিষ্ঠান, দফতর এই ছুটির আওতায় পড়ছে তবে জরুরি পরিষেবা ছাড়া। বাকি সব অফিস দুপুর ২টোর সময় বন্ধ হয়ে যাবে। এমনিতেই এই সময় বাজারদর বেশি। অধিকাংশ জিনিস কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগছে সাধারণ মানুষের। কিন্তু জামাইষষ্ঠীর দিন যে এসব পাত্তা পাবে না তা পরিষ্কার। এই দিনটিতে বাজারের ক্ষেত্রে কোনও কার্পণ্য কেউ করতে চান না।