অর্ধেক তদন্তই বাকি! কুন্তল-অভিষেক মামলায় হাইকোর্টে জানাল সিবিআই

অর্ধেক তদন্তই বাকি! কুন্তল-অভিষেক মামলায় হাইকোর্টে জানাল সিবিআই

কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্ত হাতে নেওয়ার পর একাধিকবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআই। বেশিরভাগ সময়ই তদন্তের গতি নিয়ে বিচারপতির ‘ধমক’ খেয়েছে তারা। এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অন্য এক মামলাতেও আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ধৃত কুন্তল ঘোষ এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর চিঠি সংক্রান্ত মামলায় হাইকোর্ট সিবিআইকে আবার প্রশ্নের মুখেই ফেলেছে। গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তাদের অর্ধেক তদন্তই বাকি। 

বুধবার কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতির তদন্ত রিপোর্ট জমা দিয়ে সিবিআই জানিয়েছে, কুন্তল ঘোষের চিঠি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার তদন্ত সবেমাত্র ৫০ শতাংশ হয়েছে। অর্থাৎ অর্ধেক তদন্ত এখনও বাকি। এই তথ্য জানতে পেরে বিচারপতির তাদের পাল্টা প্রশ্ন, সত্য খুঁজতে আর কত দিন সময় লাগবে? সিবিআই জানিয়েছে, আপাতত দুজনকে জিজ্ঞসাবাদ করা হয়েছে, কিন্তু তাদের আরও সময় চাই। এতেই অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। যদিও সিবিআই স্পষ্ট করেছে, দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা চলছে কিন্তু ঠিক কতদিনে এই তদন্ত শেষ হবে, তা এখনই বলা সম্ভব নয়।