কলকাতা: নিউটাউন মেলাগ্রাউন্ডে দুর্গা পুজো করার অনুমতি চেয়ে পুলিশ এবং হিডকোর কাছে আবেদন করেছিল বিজেপি কর্মী পরিচালিত এক সংগঠন। কিন্তু সেখান থেকে তারা অনুমতি না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালত এখন সেই পুজোর অনুমতি দিয়েছে। বলা হয়েছে, স্বাধীন চিন্তা প্রকাশের স্বাধীনতার মধ্যে দুর্গাপুজো করার অধিকারও পড়ে। তাই পুজোতে কোনও বাধা থাকতে পারে না।
‘মানবজাতি কল্যাণ ফাউন্ডেশন’ নামের সংগঠন বিজেপি দ্বারাই পরিচালিত হয়। তাদের পুজো করা নিয়ে আগেও বিতর্ক হয়েছিল। কিন্তু এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, সকল নাগরিকের স্বাধীন চিন্তাভাবনা প্রকাশের অধিকার রয়েছে। তাই দুর্গাপুজো কেউ করতে চাইলে তাতে বাধা দেওয়া যায় না। সেই অধিকার অবশ্যই আছে। যদিও রাজ্যের আইনজীবীর যুক্তি ছিল, সংবিধানের নিয়ম অনুযায়ী সরকারি পার্ক, রাস্তা, ফুটপাত ঘিরে পুজো করার অধিকার নেই কোনও নাগরিক বা সংস্থার। কিন্তু এই দাবি পুজো উদ্যোক্তারা মানতে চায়নি।
সংগঠনের দাবি, পুজোর জন্য যে জায়গার অনুমতি চাওয়া হয়েছে সেটি কোনও রাস্তা, ফুটপাত বা খেলার মাঠ নয়। জায়গাটি নির্দিষ্ট করে মেলার জন্যই পরিচিত। তাই এখানে পুজো করা হলে কারোর আপত্তি থাকতে পারে না। আদালত এই যুক্তিই মেনেছে শেষ পর্যন্ত।