নারদা মামলায় সিবিআইকে ‘ডেডলাইন’ হাইকোর্টের, স্বস্তি পেতে পারেন তৃণমূল সাংসদ

নারদা মামলায় সিবিআইকে ‘ডেডলাইন’ হাইকোর্টের, স্বস্তি পেতে পারেন তৃণমূল সাংসদ

কলকাতা: নারদা কাণ্ডে সিবিআই তদন্ত করছে প্রায় গত আট বছর ধরে। কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ পায়নি গোয়েন্দা সংস্থা। এই প্রেক্ষিতেই এবার সিবিআইকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা বুধবার সিবিআইকে নির্দেশ দিয়েছেন, আগামী চার মাসের মধ্যে সাংসদ অপরূপা পোদ্দারে বিরুদ্ধে যদি কোনও তথ্য প্রমাণ না পায় তারা, তাহলে তাঁকে এফআইআর থেকে মুক্তি দিতে হবে।

আসলে নারদাকাণ্ডের এফআইআর থেকে তাঁর নাম যাতে সিবিআই প্রত্যাহার করে নেয় এ বিষয়ে সিবিআই-এর ডিজিকে একটি চিঠিও দিয়েছিলেন সাংসদ অপরূপা পোদ্দার। কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে অপরূপা পোদ্দারের চিঠির পরিপ্রেক্ষিতে কোনও উত্তর না আসায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সাংসদের মূল বক্তব্য, দীর্ঘ সময় ধরে সিবিআই নারদা কাণ্ডের তদন্ত করছে কিন্তু এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কিছুই পায়নি। তবুও এফআইআর থেকে নাম সরানো হচ্ছে না।