বিচারপতির এজলাস থেকেই গ্রেফতার গ্রুপ ডি কর্মী! আর্থিক প্রতারণার অভিযোগ

বিচারপতির এজলাস থেকেই গ্রেফতার গ্রুপ ডি কর্মী! আর্থিক প্রতারণার অভিযোগ

কলকাতা: চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা। তার জেরেই গ্রেফতার হলেন কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি কর্মী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশেই এই গ্রেফতারি হয়েছে তাও আবার তাঁর এজলাস থেকে! এমনই ঘটনার সাক্ষী এদিন থাকল আদালত। ওই কর্মীর বিরুদ্ধে দেড় লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। 

জানা গিয়েছে, চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির থেকে দেড় লক্ষ টাকা চেয়েছিলেন হাইকোর্টের ওই গ্রুপ ডি কর্মী। তবে পরে ৭০ হাজার টাকা ওই চাকরি প্রার্থীর কাছ থেকে অনলাইন মারফত নিয়েছিলেন তিনি। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হাইকোর্টের বার এসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক নির্দেশ দেন অবিলম্বে ওই ব্যক্তিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির করার জন্য। এছাড়া নির্দেশ দেওয়া হয় তাঁর চাকরির সমস্ত নথি হেফাজতে নিতে। পরবর্তী সময়ে গ্রুপ ডি কর্মী স্বপন জানার বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেন।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে স্বপন জানা নামে ওই ব্যক্তিকে হাজিরা করানো হলে তাঁকে গ্রেফতার করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তি বেহালার বাসিন্দা, এক দৃষ্টিহীন প্রার্থী। তিনি টাকা দেওয়ার পরেও কোনও সুবিধা না পাওয়ায় অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nineteen =