কেন্দ্রীয় টাকা তছরূপের অভিযোগে জেলার রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট, ফের বড় নির্দেশ

কেন্দ্রীয় টাকা তছরূপের অভিযোগে জেলার রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট, ফের বড় নির্দেশ

81f183dd4c5a1235dd697187852e455f

কলকাতা: কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগ অনেক আগে থেকেই করা হয় রাজ্যের সরকারের বিরুদ্ধে। কয়েক মাস আগে এমনই অভিযোগ উঠেছিল উত্তর দিনাজপুর জেলায়। সেই অভিযোগের প্রেক্ষিতে জেলার জেলাশাসককে বিস্তারিত অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে সেই রিপোর্ট পাওয়ার পর অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তাই আগের নির্দেশ যথাযথভাবে পালন হয়নি বলে পর্যবেক্ষণে জানিয়েছে আদালত। 

মনরেগা প্রকল্পের টাকা তছরূপের অভিযোগে ২০২২ সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন উত্তর দিনাজপুরের এক বাসিন্দা। সেই সময়ে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, পঞ্চায়েত দফতরের সচিবের নজরদারিতে অনুসন্ধান করবেন জেলাশাসক। নির্দিষ্ট সময় পরপর পঞ্চায়েত সচিবকে রিপোর্ট পাঠাবেন তিনি। গত বছরের ৩১ অক্টোবর এই নির্দেশ দিয়েছিল আদালত। তবে অনুসন্ধানের পর চলতি বছরের ৩০ জানুয়ারি ৩ টি প্রকল্পের থেকে তালিকা প্রকাশ করেন জেলাশাসক। জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধারের নির্দেশ দেন তিনি। কিন্তু এই অনুসন্ধানে অসন্তোষ প্রকাশ করে ফের আদালতের দ্বারস্থ হন মামলাকারী।