কলকাতা: আমর্হাস্ট স্ট্রিট থানায় রহস্যজনক মৃত্যুর ঘটনার মামলায় ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার মৃত যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত। একই সঙ্গে জানান হয়েছে, পুলিশি নিরাপত্তার মধ্যে ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে হবে। মৃতদেহকে কেন্দ্র করে কোনও রকম বিশৃঙ্খলা যাতে না হয়, সেই প্রেক্ষিতেই এই নির্দেশ।
থানায় আসার পর ব্যক্তির এই রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরে। পুলিশের বিরুদ্ধে পিটিয়ে খুন করার অভিযোগ করা হয় মৃতের পরিবারের তরফে। যদিও পুলিশের দাবি, খুন তো দূরের কথা, ওই ব্যক্তিকে মারধরই করা হয়নি। তিনি নিজেই থানায় অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে কলকাতা মেডিক্যাল কলেজ তার ময়নাতদন্তের রিপোর্টে বলে, ব্রেইন টিউমার ফেটে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। যদিও তা না মেনে দ্বিতীয়বার ময়নাতদন্তের আর্জি করেছিল পরিবার। কিন্তু আদালত তাতে সায় দেয়নি। কিন্তু মৃতদেহ এসএসকেএম হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের কাছে মামলাকারীর আর্জি ছিল, দ্বিতীয় ময়নাতদন্তের প্রয়োজনীয়তা যেখানে নেই, তাই পরিবার মরদেহ নিজেদের কাছে চাইছে। এক্ষেত্রে পুলিশ জানিয়েছিল, আদালতের নির্দেশ ছাড়া তারা দেহ দেবে না। শেষে সেই নির্দেশ চলে এল।