কলকাতা: ভাঙড়ে সিপিএমের সভা করা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার জেরেই এবার সভা বা মিছিল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। রাজ্যে যে কোনও দল বা সংগঠনের সভা, মিছিল করার ক্ষেত্রে বিধি তৈরি করে দিল আদালত। অনুমতি দেওয়া ব্যাপারে পুলিশ যাতে কোনও বৈষম্য না করতে পারে সেই দিকে খেয়াল রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- গাড়ি কেনার টাকা ফেরালেন, কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ইডিকে দিলেন বনি
এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, এখন থেকে যাবতীয় মিছিল বা সভার আবেদন জেলার এসপি বা কমিশনারেটে সিপির অফিসে করতে হবে যা এতদিন থানায় করা হত। অনুমতি দেওয়ার ব্যাপারে পুলিশ কোনও বৈষম্য করবে না, সেটা এখন থেকে নিশ্চিত করতে হবে বলে নির্দেশ। এছাড়া আরও জানান হয়েছে, কোন দল কখন আবেদন জমা দিল তা লিখে রাখার আলাদা রেজিস্ট্রার রাখতে হবে। সেই আবেদনের রেজিস্টার যাতে অনলাইনে দেখা যায় সেটা নিশ্চিত করতে হবে জেলাগুলিতে। আর ক্রমিক সংখ্যা ধরে সেইসব আবেদন বিবেচনা করে অনুমতি দেবে পুলিশ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”১৮ বছর ধরে খাতায়-কলমে ‘মৃত’ ব্যক্তি ! Nadia man trying to prove his existence for past 18 years” width=”853″>
অন্যদিকে, সভা বা মিছিলে কতজন যোগ দিতে পারে তার সংখ্যা, কোথায় করতে চায় সেই জায়গা বা মিছিলের রুট জানতে হবে পুলিশকে। আদালত আরও জানিয়েছে, স্থানীয় থানাকে নিশ্চিত করতে হবে যাতে কোনও ভাবে মিছিল বা সভা নিয়ে কোনও অশান্তি না হয়, বাইরের কোনও লোক গোলমাল না করতে পারে। পাশাপাশি শব্দ বিধি মেনে মাইক বাজানো হচ্ছে কিনা তাও দেখতে হবে। প্রসঙ্গত, ভাঙড়ে সিপিএমের সভা করা নিয়ে জট কেটেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই মিছিল না সভার অনুমতি মিলবে। আদালতে জানিয়েছে রাজ্য।