জমিতে বেআইনি নির্মাণ মামলায় সিআইডি তদন্ত, মামলাকারীকে নিরাপত্তা দেবে পুলিশ

জমিতে বেআইনি নির্মাণ মামলায় সিআইডি তদন্ত, মামলাকারীকে নিরাপত্তা দেবে পুলিশ

d4e3bf00e0250202271f74484ad43aec

কলকাতা: চাষের জমিতে বেআইনি নির্মাণ নিয়ে বচসা, তার জেরে ইস্যুর জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এদিন সেই মামলার শুনানি হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। আদালতকে প্রমাণ দেখানোর জন্য মামলাকারী সোমবার রাতে সেই বাড়ির ছবি তুলতে যান। তাকে বাধা দিয়ে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। মামলাকারীর দাবি, এই নিয়ে জয়নগর থানায় গেলে তাকে সেই রাতে দু’ঘণ্টা বসিয়ে রাখা হয়। পরে জামিন যোগ্য ধারা দেওয়া হয়। 

আজ এই মামলার শুনানিতে আদালতের নির্দেশ, জয়নগর থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। যে জায়গার ঘটনা সেখানকার কাছাকাছি সিসিটিভি পাওয়া গেলে সেই ফুটেজও তদন্তে যুক্ত করতে হবে। আর এই ঘটনায় সিআইডি তদন্ত করবে। আদালত জানিয়েছে, ডিআইজি পদমর্যাদার অফিসার তদন্ত করবেন। আগামী ২৭ সেপ্টেম্বর সিআইডিকে তদন্তের অগ্রগতি জানিয়ে রিপোর্ট দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি। তাঁর কথায়, একদল লোক লোহার রড দিয়ে মারধর করল বলে অভিযোগ, অথচ সেখানে কেন জামিন যোগ্য ধারায় মামলা নেওয়া হয়েছে? কেন একজন ব্যক্তিকে দু’ঘণ্টা বসে থাকতে হবে থানায়? কেন এফআইআর কপি দেওয়া হয়নি, তাও জানতে চায় আদালত। 

এই প্রেক্ষিতে রাজ্যের বক্তব্য, তাকে বসিয়ে রাখা হয়নি। অন্য একটা স্পর্শকাতর মামলা নিয়ে ব্যস্ত থাকায় একটু দেরি হতে পারে পুলিশের। আর তিনি অভিযোগ জানিয়েই চলে যাওয়ায় তাকে এফআইআর কপি দেওয়া যায়নি। তবে আদালতের নির্দেশ, মামলাকারী আইনজীবীকে তাঁর বাড়িতে সবসময় দু’জন স্বশস্ত্র পুলিশকে পাহারা দিতে হবে। কিছুদিন আগে এই আইনজীবীই অভিযোগ করেছিলেন যে, তাঁর বাড়িঘর সব ভাংচুর করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *