কলকাতা: কসবার স্কুলে দশম শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় পুলিশ কমিশনারের নজরদারিতে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আদালতে মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতেই এদিন বড় নির্দেশ দিলেন বিচারপতি। জানান হয়েছে, গোটা ঘটনার তদন্তে নজরদারি করবেন কলকাতার পুলিশ কমিশনার। এই মামলার পরবর্তী শুনানি ৬ অক্টোবর। তার আগে আরও বেশ কিছু নির্দেশ মানতে হবে পুলিশকে।
ছাত্রের পরিবারের অভিযোগ ছিল, পুলিশকে বারবার বলা সত্ত্বেও ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ করছে না। এছাড়া ময়নাতদন্তের রিপোর্টও দেওয়া হচ্ছে না। পরিবার স্পষ্ট জানিয়েছে, শেষবার তাঁদের ছেলেকে যে ঘরে দেখা গিয়েছিল, তার কোনও ফুটেজ দেখানো হচ্ছে না। সেই ফুটেজ আদতে আছে কিনা তা নিয়েও প্রশ্ন। এক্ষেত্রেই আদালতের নির্দেশ, সিসিটিভি ফুটেজ এবং হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করতে হবে স্কুল থেকে। আর ময়নাতদন্তের রিপোর্ট পেশ করতে হবে মেডিক্যাল বোর্ডের সামনে। বোর্ডের সদস্যরা রিপোর্ট খতিয়ে দেখে মতামত জানাবে। মামলার আগামী শুনানিতে সেই সংক্রান্ত রিপোর্ট দেখবে হাইকোর্ট।
গত ৫ সেপ্টেম্বর স্কুলের পাঁচ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই ছাত্রের। স্কুল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, সে আত্মহত্যা করেছে। কিন্তু ছাত্রের বাবার বক্তব্য, মানসিক চাপ সৃষ্টি করে তাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। তাঁর অনুমান স্কুলের মধ্যে তার ছেলে মেরে পরে পাঁচতলা থেকে ফেলে দেওয়া হয়েছে! তবে এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করলেও এখন তারা ঠিক মতো কাজ করছে না বলে বিস্ফোরক অভিযোগ করেছে মৃত ছাত্রের পরিবার।