উপাচার্য নিয়োগ কমিটি নিয়ে হাইকোর্টের প্রশ্ন, রাজ্যকে দিতে হবে হলফনামা

উপাচার্য নিয়োগ কমিটি নিয়ে হাইকোর্টের প্রশ্ন, রাজ্যকে দিতে হবে হলফনামা

কলকাতা: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কমিটি গঠন করেছে রাজ্য সরকার। সেই কমিটি নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, আদালতের প্রশ্নের জবাব দিতে রাজ্যকে তিন সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। হাইকোর্ট জানতে চেয়েছে, উপাচার্য নিয়োগ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি কেন রাখা হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ এই সংক্রান্ত রিপোর্টই চেয়েছে সরকারের থেকে।

উপাচার্যের ইস্যুতে অনেক দিন ধরেই রাজ্য সরকার এবং রাজভবনের সংঘাত জারি। রাজ্যের অভিযোগ, শিক্ষা দফতরকে না জানিয়েই রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন। এতদিন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে উচ্চ শিক্ষা দফতরের গড়া সার্চ কমিটির তালিকাকেই গুরুত্ব দেওয়া হত। তবে এই টানাপোড়েনের মাঝেই একটি অধ্যাদেশ জারি করে সার্চ কমিটিতে বদল আনে রাজ্য। তাতেই বিতর্ক সৃষ্টি হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই প্রেক্ষিতেই সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানতে চায় যে, রাজ্যের তৈরি নতুন সার্চ কমিটিতে সরকার পক্ষের সদস্য বেশি কেন।