পঞ্চায়েত ভোটে কি তাহলে কেন্দ্রীয় বাহিনীই? অপেক্ষা হাইকোর্টের নির্দেশের

পঞ্চায়েত ভোটে কি তাহলে কেন্দ্রীয় বাহিনীই? অপেক্ষা হাইকোর্টের নির্দেশের

কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পক্ষে সওয়াল করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। যুক্তি দিতে সাম্প্রতিক রামনবমী এবং হনুমান জয়ন্তীর প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। বলেন, শেষ সাড়ে তিন মাসে অন্তত ১২টি নির্দেশ দিতে হয়েছে হাইকোর্টকে। কেন্দ্রীয় বাহিনী যদি মোতায়েন করা হয় তাহলে তারা রাজ্য পুলিশের সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবে। অন্তত বাস্তবিক পরিস্থিতি যাচাই করে এই পর্যবেক্ষণ তাঁর। 

এদিন পঞ্চায়েত মামলার শুনানিতে প্রধান বিচারপতি এও বলেন, তারা কোনও রাজনৈতিক দল নিয়ে চিন্তিত নন। বরং তাদের চিন্তা ভোটারদের নিয়ে। তারা যাতে সুষ্ঠুভাবে ভোট দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে সেই প্রক্রিয়া কমিশনকে নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে কমিশন নিরাপত্তার দায়িত্ব ভেবে দেখবে। পাশাপাশি মনোনয়ন যাতে শান্তিপূর্ণ করা যায় সেদিকেও কমিশনকে নজর রাখতে হবে। এদিন দুপুরেই আবার এই মামলার শুনানি রয়েছে। সেই শুনানিতে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ আসবে বলেই ধারণা।