কলকাতা: নিয়োগ মামলার ইস্যুতে লিপস অ্যান্ড বাউন্ডস কাণ্ডে নয়া মোড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির সম্পত্তির পরিমাণ জানতে চাইল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ জানাতে হবে। এদিন বিচারপতি অমৃতা সিনহা এমনই নির্দেশ দিয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে তাঁর আরও নির্দেশ, সংস্থার সম্পত্তির খতিয়ানের রিপোর্ট পেশ করতে হবে আদালতে।
বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ইডির কাছে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার একাধিক বিষয় জানতে চায় কলকাতা হাইকোর্ট। আজ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে সিবিআই এবং ইডি। সেই রিপোর্ট দেখে বিচারপতি জিজ্ঞেস করেন, তারা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তদন্ত করছেন। তাই যাদের বিরুদ্ধে তদন্ত করছেন তাদের সম্পত্তির পরিমাণ জানেন কিনা? এদিন অবশ্য এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি ইডির তরফে উপস্থিত আইনজীবী। এরপরই বিচারপতির নির্দেশ, লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির পরিমাণ আদালতকে জানাতে হবে। পাশাপাশি জানাতে হবে লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত ডিরেক্টর, সিইও এবং সদস্যদের সম্পত্তির পরিমাণ। পাশাপাশি কবে থেকে ওই সংস্থাটি চালু হয়েছিল তাও রিপোর্টে উল্লেখ করতে হবে।
এছাড়া নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে যে সকল টলিউডের অভিনেতা এবং অভিনেত্রীর নাম উঠে এসেছে, তাদের নিয়েও ইডিকে রিপোর্ট দিতে হবে। তাঁদের সকলে নাম, বিবরণ, সম্পত্তির পরিমাণ সংক্রান্ত সব তথ্য জানতে চায় আদালত। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে এই রিপোর্ট।