মনোনয়ন জটিলতা! ভাঙড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের বক্তব্য শুনবে হাইকোর্ট

মনোনয়ন জটিলতা! ভাঙড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের বক্তব্য শুনবে হাইকোর্ট

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: ভাঙড় ২ নম্বর ব্লকের ৮১ জন আইএসএফ প্রার্থীর মনোনয়ন ঘিরে জটিলতা বেড়েছে। দেখা গিয়েছে, গত ১৫ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার পর তারা স্ক্রুটিনিতেও ‘পাশ’ করে যান। কিন্তু চূড়ান্ত তালিকায় তাদের নাম নেই বলেই দাবি করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এদিকে ভাঙড় ২ নম্বর ব্লকে যারা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তাঁদের বক্তব্য শুনতে চেয়েছে আদালত। 

এদিন মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি কমিশনের কাছে জানতে চান কতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ১০জন। তাদের সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয়েছে। তাই বাকিদের অবস্থান জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই মামলার গ্রহণ যোগ্যতা নেই। আসলে আগেই হাইকোর্টের নির্দেশ ছিল, যে সকল প্রার্থী অশান্তির আবহে মনোনয়ন জমা দিতে পারছেন না, তাঁদের এসকর্ট করে মনোনয়ন জমা করাবে পুলিশ৷ ওই প্রার্থীদের পুলিশি নিরাপত্তা দিতে হবে। ভাঙড় ২ নম্বর ব্লকের ৮১ জন আইএসএফ প্রার্থী সেইভাবেই মনোনয়ন জমা দেন।