বিবেচনা করা হবে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা গ্রহণ প্রসঙ্গে জানাল হাইকোর্ট

বিবেচনা করা হবে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা গ্রহণ প্রসঙ্গে জানাল হাইকোর্ট

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা গ্রহণ হবে কিনা তা বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। তবে যাতে মামলা গ্রহণ করা হয় এই মর্মে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি হলফনামা জমা দেন আদালতে।

আরও পড়ুন- হাইকোর্ট স্বস্তি দিল আইনজীবীকে সঞ্জয় বসুকে, অনুমতি ছাড়া কিছুই পারবে না ইডি

আলিপুরের এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারাধীন মামলা প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে তিনি আর্জি জানান যাতে আদালত এ বিষয়ে স্বতপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে দ্রুত শুনানি করে। তবে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই পরিপ্রেক্ষিতে বিকাশের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে, কেন তিনি এই মামলা করছেন না, কেন এই মামলা আদালত স্বতপ্রণোদিতভাবে গ্রহণ করুক বলে আবেদন করছেন। বিকাশ জানান, এ বিষয়ে একাধিক কেস রেফারেন্স দেওয়া হয়েছে।