‘রামের পরে তিনিই অবতার’, মোদীকে দুধ দিয়ে স্নান করিয়ে পুজো বিজেপি কর্মীদের

পূর্বস্থলী: তিনিই তাঁর কাছে ভগবান৷ প্রভু শ্রী রামের পরেই স্থান তাঁর৷ তাই তো একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুধস্নান করিয়ে আরাধনা করলেন বিজেপি কর্মীরা৷ নরেন্দ্র মোদী…

পূর্বস্থলী: তিনিই তাঁর কাছে ভগবান৷ প্রভু শ্রী রামের পরেই স্থান তাঁর৷ তাই তো একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুধস্নান করিয়ে আরাধনা করলেন বিজেপি কর্মীরা৷ নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর শুক্রবার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের ছাতনি এলাকায় বিজয় সম্মেলনের আয়োজন করে বিজেপি। সেখানেই দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল এক কাটআউটে দুধ ঢেলে পুজো করছেন বিজেপি কর্মীরা। সেই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

 

বিজেপির মণ্ডল সভাপতি অতুলচন্দ্র দাসের কথায়, ‘‘আমি ওনার একান্ত ভক্ত। রামের পরে যদি কাউকে ভগবান মনে করে থাকি তাহলে তিনি নরেন্দ্র মোদী।’’ কটাক্ষ করে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, মোদী তো নিজেই বলেছেন তিনি মানুষের সৃষ্টি নন, তিনি অবতার। যদিও তাঁকে অন্য দলের সমর্থন নিয়ে সরকার গড়তে হচ্ছে। চ্যালারা তাঁকে দুধ দিয়ে স্নান করালেও কোনও লাভ নেই। এই সরকার পড়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *