‘মুখ্যমন্ত্রী নয়, আপনাদের দিদি হিসেবে এসেছি, আচমকা স্বাস্থ্যভবনে ডাক্তারদের মঞ্চে মমতা

কলকাতা: নবান্নের বৈঠকে জট কাটেনি৷ এখনও স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকেরা৷ এই আবহে আচমকাই শনিবার সকালে সল্টলেকে স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই…

mamata Dr

কলকাতা: নবান্নের বৈঠকে জট কাটেনি৷ এখনও স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকেরা৷ এই আবহে আচমকাই শনিবার সকালে সল্টলেকে স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা।তাঁদের অবস্থান মঞ্চে গিয়ে দেখা করেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। (Mamata Banerjee visits junior doctors protest)

 

ডাক্তারদের মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ডাক্তারদের ধর্নামঞ্চের সামনে গিয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে তাঁদের উদ্দেশে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমার নিরাপত্তাজনিত নানা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমি নিজে ছুটে এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। আমি আপনাদের কষ্ট বুঝি। আমি নিজেও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি।’’

তিনি আরও বলেন, ‘‘শুক্রবার সারা রাত ঝড়়জল হয়েছে। আপনারা যে ভাবে বসে আছেন, সেটা দেখে আমার কষ্ট হচ্ছে। গত ৩৪ দিন ধরে আমিও রাতের পর রাত জেগে রয়েছি। কারণ, আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়।’’