পুরসভা মামলায় আদালতেও স্বস্তি পেল না রাজ্য, জটিলতা বহাল আজও

পুরসভা মামলায় আদালতেও স্বস্তি পেল না রাজ্য, জটিলতা বহাল আজও

কলকাতা: বুধবারই কলকাতার একাধিক জায়গার পুরসভায় হানা দিয়েছে সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক দলে বিভক্ত হয়ে রাজ্যের বিভিন্ন পুরসভায় পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। বিভিন্ন পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখতেই এই অভিযান হয়েছে। আর তাৎপর্যপূর্ণভাবে এদিনই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আদালত স্বস্তি পেল না রাজ্য সরকার। এই মামলার শুনানিই হল না আজ। 

আদালত সূত্রে জানা গিয়েছে, আজ অনিবার্য কারণে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হয়নি। আগামীকাল সকাল সাড়ে দশটায় এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে। পুরসভা নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়। সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে ছিল মামলার শুনানি।