ইন্টারনেট বিভ্রাট! পিছোল SSC গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি

ইন্টারনেট বিভ্রাট! পিছোল SSC গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি

 

কলকাতা: কলকাতা হাইকোর্টে ইন্টারনেট বিভ্রাটের জেরে পিছোল এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি৷  আজ হাইকোর্টে প্রথমেই ছিল এসএসসি মামলা৷ দিল্লি থেকে অনলাইনে মামলায় অংশ নেওয়ার কথা ছিল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের৷ আইনজীবী হওয়ার পাশাপাশি তিনি একজন সাংসদও৷  আপাতত সংসদের কাজে তিনি দিল্লিতে রয়েছেন৷ সংসদের কাজের শেষে মামলায় অংশগ্রহণের কথা ছিল তাঁর৷ কিন্তু ইন্টারনেট বিভ্রাটের জেরে তিনি উপস্থিতি হতে পারেননি৷ সেই কারণেই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়৷ আগামী সোমবার সকাল সাড়ে দশটায় পরবর্তী শুনানি৷  ইন্টারনেট বিভ্রাটের জেরে অন্যান্য মামলাতেও প্রভাব পড়ছে৷

আরও পড়ুন- নন্দীগ্রামে মুখ্যমন্তরীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

এসএসসি-র গ্রুপ-ডি নিয়োগ অনিয়ম নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা চলছে। নিয়োগ দুর্নীতির জেরে ২৫ জন প্রার্থীর বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার আরও ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দেয় আদালত। এই নির্দেশের পর গ্রুপ ডি  নিয়োগ দুর্নীতিতে আরও চাপে পড়ে স্কুল সার্ভিস কমিশন।  

বেতন বন্ধ নিয়ে আবেদনকারী তিন মামলাকারীদের বক্তব্য, তাঁদের কোনও রকম কথা না শুনেই বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এসএসসি ৫৪২ জনের বেতন বন্ধের পদক্ষেপকেও বেআইনি নির্দেশ বলে অভিযোগ করা হয়েছে। এই মামলায় এসএসসি-র পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা এই বিষয়ে হলফনামা দিতে চাইলেও তাতে অনুমতি দেয়নি বেঞ্চ।’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =