বেলা ১১টা থেকে বিকেল ৪টে সতর্ক থাকুন! কেন বলছে আবহাওয়া দফতর

বেলা ১১টা থেকে বিকেল ৪টে সতর্ক থাকুন! কেন বলছে আবহাওয়া দফতর

কলকাতা: মাঝে কিছুটা গরমের দাপট কমেছিল বলা চলে। মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল, কয়েকদিন বৃষ্টিও হয়েছে বাংলায়। কিন্তু ওইটুকুই। তারপর আবার সেই একই অবস্থা। গরমের দাপটে জেরবার বঙ্গের মানুষ। এপ্রিল মাসের শুরু থেকে যে গরম অনুভূত হয়েছিল তাইই যেন ফিরে এসেছে। ফিরেছে তাপপ্রবাহও। তাই এবার বড় সতর্কবার্তা দিল হাওয়া অফিস। স্পষ্ট জানান হল, আগামী কয়েক দিন আরও বাড়তে পারে তাপমাত্রা। তাই দিনের অধিকাংশ সময় ঘরে থাকাই শ্রেয়। 

আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবাণী, বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সকলে সচেতন থাকতে হবে। যারা বাইরে বেরোচ্ছেন তাদের আলাদা করে সতর্কতা অবলম্বন করতেই হবে নাহলে বিপদ। পরামর্শ দেওয়া হচ্ছে, খুব প্রয়োজন না থাকলে যেন কেউ বিশেষ করে এই সময়টা বাড়ির বাইরে না বেরোন। আর যদি বেরতেই হয় তাহলে হালকা পোশাক, টুপি, ছাতা, সানগ্লাস পরে বেরোন। বাইক চালালে কার্যত সর্বাঙ্গ ঢেকেই চালাতে হবে। সময় সময় জল খেতে হবে। ফের একবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় না হলেও শহরে তাপমাত্রা আরও বাড়বে বলে জানান হয়েছে। 

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১০ জুন পর্যন্ত দাবদাহ চলবে উত্তর এবং দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায়। তাপমাত্রা এই সময়ে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ ছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেই কারণে আগামী কয়েকদিন সাধারণ মানুষকে বিশেষত বয়স্ক এবং শিশুদের সাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এতকিছুর মধ্যেও স্বস্তির ইঙ্গিত দিয়েছে হাওয়া মহল। জানান হয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seventeen =