কলকাতা: ডিএ নিয়ে সমস্যা বেড়েই চলেছে রাজ্য সরকারের। ফের একবার এই ইস্যুতে কলকাতা হাইকোর্ট রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল। রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ-র পুরোটা এখনও না মেটানোয় কার্যত ক্ষুব্ধ আদালত। শুক্রবার এই বিষয়ের শুনানি হয় কলকাতা হাইকোর্টে এবং উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।
আরও পড়ুন- যেটা দল দেবে তা নেওয়ার অধিকারও আছে! স্পষ্টবার্তা দিলেন দেবাংশু
রাজ্য বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থার কর্মীদের ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে সংস্থার তরফে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তা আগেই কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছিল। কিন্তু, এই বকেয়া ডিএ-র পুরোটা এখন পর্যন্ত মেটানো হয়নি বলেই অভিযোগ। যদিও ২০২০ সাল থেকে নতুন হারে বকেয়া ডিএ মেটানো নিয়ে আদালতের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। এদিন এজি বলেন, বকেয়া মেটানো নিয়ে আগের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করা হয়েছে। এই মামলার শুনানি হতে চলেছে ১৪ ডিসেম্বর। কিন্তু, বিচারপতির পালটা প্রশ্ন ছিল, রিভিউ পিটিশন করলেই পুরনো টাকা মেটানোর নির্দেশ কার্যকর না করার সুযোগ তৈরি হয় না। আদালতের স্পষ্ট নির্দেশ, আগের বকেয়া মেটাতেই হবে। রিভিউ পিটিশন মামলার পরবর্তী শুনানি হতে চলেছে ৬ জানুয়ারি। তার আগে মেটাতে হবে বকেয়া।
বিচারপতি এদিন আরও বলেন, ডিএ কর্মীদের অধিকার। এটা দয়া নয়, তা স্পষ্ট। এভাবে চলতে পারে না। আদালত যা নির্দেশ দিয়েছে তা কার্যকর করতেই হবে। এই প্রেক্ষিতে এজি জানান, ৫১০ কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু, আদালতের স্পষ্ট মন্তব্য, কোনও ভাবেই কর্মীদের বঞ্চিত করে যাবে না। তাই রিভিউ পিটিশনের শুনানি হওয়ার আগে ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।