বিজেপির ডেঙ্গি সচেতন মিছিলের অনুমতি দিল হাইকোর্ট, বদলাল রুট

বিজেপির ডেঙ্গি সচেতন মিছিলের অনুমতি দিল হাইকোর্ট, বদলাল রুট

কলকাতা: বিজেপির যুব মোর্চার ডেঙ্গি সচেতন মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিন এই মামলার শুনানিতে বিচারপতি রাজা শেখর মান্থা বিজেপির আবেদনের পক্ষেই রায় দিয়েছেন। গেরুয়া শিবির জানিয়েছিল, অনুমতি চাওয়া হলেও তা পুলিশের থেকে পাচ্ছিল না তারা। এই প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। অবশেষে হাইকোর্ট তাদের অনুকূলে রায় দিয়েছে। যদিও বিজেপির প্রস্তাবিত মিছিলের রুট বদল করার নির্দেশ এসেছে।

আরও পড়ুন- মানেকা গম্ভীরকে রক্ষাকবচ কেন? রায় চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে ED

বিজেপির দক্ষিণ কলকাতা যুব মোর্চার পক্ষ থেকে আগামী সোমবার রাসবিহারী এভিনিউ থেকে চেতলা পর্যন্ত ডেঙ্গি সচেতন মিছিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট মিছিলের অনুমতি দিলেও তার রুট পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। জানান হয়েছে, বিজেপিকে এই মিছিলের অভিমুখ নিউ আলিপুর থেকে চেতলা পার্ক পর্যন্ত করতে হবে। আগের রুটে তারা মিছিল করতে পারবে না। উল্লেখ্য, বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি আগেই দাবি করেছে, রাজ্য সরকার ডেঙ্গি নিয়ন্ত্রণে একদম ব্যর্থ। সেই ইস্যু তুলে ধরতেই সচেতনতা মিছিলের পথে হাঁটল বঙ্গের পদ্ম বাহিনী।

তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কথা বলেছেন। কৃষ্ণনগরে এক সভা থেকে তাঁর বক্তব্য ছিল, ডেঙ্গি একটু একটু আছে। ওটা আসলে নিম্নগামী। তবে যত শীত বা ঠান্ডা পড়বে তত ডেঙ্গি কমবে। মমতার কথায়, নানারকম জিন নিয়ে ডেঙ্গি বারবার আসে, তাই সকলকে একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন এলাকা পরিষ্কার রাখতে এবং বাকি সকলেও যেন নিজেদের এলাকা পরিষ্কার রাখে সেই বার্তাই দিয়েছেন তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 12 =