কলকাতা: নিয়োগ ইস্যু নিয়ে বিতর্ক কমার বদলে যতদিন যাচ্ছে বেড়েই চলছে। এবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের প্যানেলে নাম থাকা কতজন বেআইনি ভাবে চাকরি করছে, তা খুঁজে বার করতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু এই বিষয়ে রাজ্যের থেকে তথ্য চেয়েছেন।
আরও পড়ুন- এবার সিঙ্গেল পুরুষরাও পাবেন ‘স্বাস্থ্যসাথী’, নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের
জানা গিয়েছে, গ্রুপ ডি প্যানেলে থাকা ১ হাজার ৬৯৮ জনের নামের তালিকা তৈরি করে দেবে সিবিআই। কিন্তু অভিযোগ, এদের মধ্যে অনেকেই বেআইনিভাবে সুপারিশ পেয়েছেন এবং চাকরি করছেন। তাই প্যানেলে নাম থাকা কতজন চাকরি করছেন? এই বিষয়ে জানতে চাইছে কলকাতা হাইকোর্ট। এই তথ্যই রাজ্যকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছে আদালত। সংশ্লিষ্ট জেলা ভিত্তিক ডিআই’রা তালিকা ধরে খুঁজে বার করবেন বলে নির্দেশ এসেছে। কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দাবি করেছিল এখনও পর্যন্ত ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে৷ ওএমআর শিট নিয়েও বড় তথ্য সামনে আসে।
কেন্দ্রীয় তদন্ত সংস্থা আদালতে জানায়, প্রথমে ভাবা হয়েছিল মেধাতালিকায় গোলমাল রয়েছে। কিন্তু পরে দেখা যায় দুর্নীতি আরও অনেক বড়! সব নথি এসএসসি-কে দেখানো হয়েছে। এখন তাদের ঠিক করতে হবে, তারা কী ভাবে ত্রুটি সংশোধন করবে। কিন্তু, বাংলার স্কুল সার্ভিস কমিশনের ওমএমআর শিট সংক্রান্ত হার্ড ডিস্ক কীভাবে গাজিয়াবাদে পৌঁছল, তা বড় বিস্ময়৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ ব্যাপারে আরও গভীর তদন্তের নির্দেশ দিয়েছিলেন৷