বিশ্বভারতীর বিরুদ্ধে কড়া হাইকোর্ট, ২৫ হাজার টাকা জরিমানা

বিশ্বভারতীর বিরুদ্ধে কড়া হাইকোর্ট, ২৫ হাজার টাকা জরিমানা

কলকাতা: এক মামলাকারীকে শাস্তি দেওয়া হয়েছে কোনও রকম প্রমাণপত্র ছাড়াই। এই প্রেক্ষিতেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করল কলকাতা হাইকোর্ট। আর্থিক জরিমানার পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে ওই মামলাকারীকে পুনরায় নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র।  

আরও পড়ুন- ঠিকানা বদলে হাওড়ার ভোটার হলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন, হতে পারেন প্রার্থীও

শুক্রবার বিচারপতি কৌশিক চন্দ্র উল্লেখ করেছেন, মামলাকারীকে সাময়িক ভাবে নিয়োগ করা হলেও এটা স্বাভাবিক ন্যায়ের বিরোধী। যে কারণে বিশ্বভারতীর ডকুমেন্টেশন সহকারীকে অন্যায় ভাবে বরখাস্ত করায় মামলাকারীকে মামলার খরচ বাবদ ২৫ হাজার টাকা দিতে হবে এবং ৭ দিনের মধ্যে বকেয়া মিটিয়ে নিয়োগ করতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন তিনি। আসলে এক ঠিকা কর্মীকে বিনা কারণে অপসারণের অভিযোগ উঠেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।

জানা গিয়েছে, ২০১৪ সালের মার্চ মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে শর্তসাপেক্ষে তাঁকে কাজে নিয়োগ করা হলেও তাঁর বিরুদ্ধে তছরুপ এবং চুক্তি ভেঙে অন্যত্র কাজ করার অভিযোগ ওঠে। এর জন্য ওই ঠিকা কর্মীকে শো-কজ করা হয়, যার জবাবও দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরও বিতর্ক মেটেনি। এখন আদালতে মুখ পুড়ল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =