ধর্মতলায় সভা করতে পারবে আইএসএফ, তবে ৯টি শর্ত বেঁধে দিল হাই কোর্ট

ধর্মতলায় সভা করতে পারবে আইএসএফ, তবে ৯টি শর্ত বেঁধে দিল হাই কোর্ট

high court

কলকাতা: পথ দেখিয়েছে বিজেপি৷ সেই পথে হেঁটেই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। আগামী ২১ জানুয়ারি ধর্মতলায় নওশাদ সিদ্দিকির দলকে সভা করার অনুমতি দিল উচ্চ আদালত৷ তবে ন’টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। ওই শর্তগুলি মানলে তবেই সভা করতে পারবে আইএসএফ। আদালত যে শর্তগুলি দিয়েছে সেগুলি হল-

* সভায় এক হাজারের বেশি মানুষের জমায়েত করা যাবে না।

* লম্বা এবং চওড়ায় সভার মঞ্চ ২০ ফুটের বেশি হবে না।

* ২১ জানুয়ারি দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টের মধ্যে সভা করতে হবে।

*  ওই সভা থেকে কোনও আপত্তিকর বা উস্কানিমূলক মন্তব্য করা যাবে না।

* সভার কাজ পরিচালনার জন্য পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবী নিয়োগ করতে হবে৷

* সভার জন্য যান চলাচলে যাতে কোনও ব্যাঘাত না ঘটে। গাড়ি চলাচলের জন্য রাস্তা ছেড়ে রাখতে হবে।

* পুলিশ এবং অয়োজকরা সভার ভিডিয়োগ্রাফি করবে। রাজ্যকে সভাস্থল এবং সংলগ্ন এলাকায় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত রাখতে হবে।

* সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে সভার মঞ্চ বাঁধার কাজ করা যাবে না।

* সভাস্থলে ১৫টির বেশি গাড়ি নিয়ে যেতে পারবে না আইএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =