কলকাতা: সভা হবে কী হবে না তা নিয়ে ধন্দ ছিল। কিন্তু অবশেষে কলকাতা হাইকোর্টে বড় জয় পেল গেরুয়া শিবির। শর্তসাপেক্ষে বিজেপির একুশে জুলাইয়ের সভার অনুমতি দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আদালত জানিয়েছে, এই সভার অনুষ্ঠান দিনের আলোয় নয়, করতে হবে রাত আটটার সময়। পাশাপাশি অনুষ্ঠানের সূচি সম্পর্কে উলুবেড়িয়া থানায় সমস্ত তথ্য জমা দিতে হবে মামলাকারীকে। এই শর্তেই বিজেপির জেলা অফিস সংলগ্ন মনসাতলা মাঠে সভা করতে পারবে বঙ্গ বিজেপি।
আরও পড়ুন- উদয়ন থেকে রবীন্দ্রনাথ ‘ভাগ্য ফেরাতে’ এবার সাধুর দুয়ারে শাসক দলের নেতারা?
আদালত এই সভার শর্তসাপেক্ষ অনুমতি দিয়ে আরও জানিয়েছে, এই সভার উদ্দেশ্যে যে গাড়ি যাবে বা যারা এই সভাতে যাবেন তারা সন্ধ্যে সাড়ে ৬ টার পর সভাস্থলের জন্য রওনা দিতে পারবেন তার আগে নয়। এছাড়া নির্দেশ দেওয়া হয়েছে, হাওড়া জেলার স্থানীয় মানুষ ছাড়া এই সভায় অন্য কেউ আসতে পারবেন না। এই বিষয়টি বিজেপি নেতৃত্বকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ বাইরে কোনও লোক এই সভায় ঢোকার অনুমতি পাবেন না শুধু বক্তা বাইরের হতে পারেন।
আদালতে বিজেপি জানিয়েছিল যে তারা এই অনুষ্ঠানের জন্য ২০ টি লাউডস্পিকার ব্যবহার করতে চায়। এই ক্ষেত্রে আদালতের বক্তব্য, ওই জেলার এসডিও এই ব্যাপারটি নিশ্চিত করবেন যে সভার জন্য এতগুলি স্পিকার লাগবে কিনা। যদি পরিবেশের কোনও ক্ষতি হবে না এটা মনে হয়, তাহলেই ২০ টি স্পিকার ব্যবহারের অনুমতি পাবে বিজেপি নেতৃত্ব। আদালত আরও জানিয়েছে, রাত ১০ টা পর্যন্ত এই সভা করা যাবে তার বেশি সময়ে নয়। আর এই সভা থেকে কোনও রকম প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না, এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।