কলকাতা: বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ভিক্টোরিয়া হাউসের সামনে তাদের ধর্নার অনুমতিদিল কলকাতা হাই কোর্ট৷ যদিও শর্ত সাপেক্ষে তাঁদের অনুমতি দেওয়া হয়েছে।
আগামী ২২ জুলাই রাজ্য বিজেপি এই কর্মসূচির ডাক দিয়েছে। তবে ২২ জুলাই এই কর্মসূচির অনুমতি দেয়নি উচ্চ আদালত৷ পরিবর্তে ২৬ জুলাই এই মিছিলের অনুমতি দেওয়া হয়েছে৷ শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে ছিস মামলার শুনানি৷ বিজেপির মুরলীধর সেন লেনের দফতর থেকে ভিক্টোরিয়া হাউজ পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি।