হেফাজতে মৃত্যু, পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে CBI, নির্দেশ কলকাতা হাই কোর্টের

হেফাজতে মৃত্যু, পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে CBI, নির্দেশ কলকাতা হাই কোর্টের

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দিতে মৃতের পরিবার ও আত্মীয়দের অন্য একটি খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে৷ মামলা রুজু করা হল কলকাতা হাই কোর্টে৷ এবার সেই মামলার তদন্ত করবে সিবিআই। দু’টি খুনের ঘটনার পাশাপাশি পুলিশের ভূমিকা খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে নদিয়ার পুলিশ সুপারকেও এই রায়ের কপি পাঠানোর নির্দেশ দেয় বিচারপতি চিত্তরঞ্জন দাশ ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।

এই ঘটনাটি মুরুটিয়া থানা৷ ওই থানার পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ এর আগে পুলিশ হেফাজতে মৃত্যুর মামলার শুনানি হয়েছিল বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে৷ ১৮ সেপ্টেম্বর থানার তদন্তে অসন্তোষ প্রকাশ করে পুলিশ সুপারকে তদন্ত করার নির্দেশ দেয় আদালত। পুলিশ সুপারই বর্তমানে এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − one =