স্পর্শকাতর বুথ চিহ্নিত করতে পারছে না কমিশন! অভিযোগ বিরোধীদের, ক্ষুব্ধ আদালত

স্পর্শকাতর বুথ চিহ্নিত করতে পারছে না কমিশন! অভিযোগ বিরোধীদের, ক্ষুব্ধ আদালত

কলকাতা: পঞ্চায়েত মামলায় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি। আদালত এবং আদালতের বাইরে কমিশনের দুই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশন এখন পর্যন্ত আদালতের নির্দেশ মানতে ব্যর্থ প্রাথমিক ভাবে সেটাই দেখা যাচ্ছে। তিনি আরও জানান, আদালত প্রার্থীদের নিয়ে চিন্তিত নয়, সাধারণ ভোটারদের নিয়ে চিন্তিত। 

এদিন আদালতে এই মামলার শুনানিতে এজলাসে তিল ধারনের জায়গা নেই। উপস্থিত আছেন বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম প্রতিটি রাজনৈতিক দলের সমর্থিত আইনজীবীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী জানান, মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। কোন কোন জেলা স্পর্শকাতর তা স্পষ্ট করা হোক। অন্যদিকে, সিপিআইএমের পক্ষের আইনজীবী বিকাশ ভট্রাচার্য বলেন, মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না বিরোধীদের। ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। এখনও পর্যন্ত স্পর্শকাতর জায়গা চিহ্নিত করতে পারেনি কমিশন।