কলকাতা: স্পিকার এবং বিরোধী দলের সমস্যা মিটিয়ে বিধানসভার অধিবেশন সুষ্ঠ ভাবে চালানোর আবেদন জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। এই প্রেক্ষিতে তাঁর প্রশ্ন, বিরোধ মিটিয়ে বিধানসভার আইন অনুযায়ী বিরোধী দলের সদস্যরা যদি সংযত হয়ে তাঁদের বক্তব্য রাখেন, তাতে সমস্যা কোথায়। সোমবার বিধানসভায় সাসপেন্ডেড বিধায়কদের মোশনের মাধ্যমে আবেদন জানানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা। পাশাপাশি রাজ্যের এডভোকেট জেনারেলকে বিচারপতির সুপারিশ, তাদের তরফ থেকে যাতে বিষয়টি মীমাংসা করা যায়, সে বিষয়ে চেষ্টা করুন। বিচারপতি বলেন, আদালত মনে করছে দু’পক্ষের মধ্যে মীমাংসা হলে সমস্যার সমাধান সম্ভব। বিচারপতির সঙ্গে একমত পোষণ করেন রাজ্যের এডভোকেট জেনারেল।
আরও পড়ুন- চিড়িয়াখানায় ওরাঙ্গুটানের কবলে পর্যটক! ভয়ঙ্কর পরিস্থিতি, রক্তারক্তি কাণ্ড, ভাইরাল ভিডিয়ো
আগামী সোমবার ৭ জন সাসপেন্ডেড বিধায়করা বিধানসভায় মোশনের মাধ্যমে আর্জি জানাবেন তাদের সাসপেন্ডেড বিষয়টা মুকুব করা জন্য। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কী ব্যবস্থা গ্রহণ করেন তার ওপরেই নির্ভর করছে আদালতের পরবর্তী বিচার্য বিষয়। সোমবার কোনও মীমাংসা না হলে মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে। তবে বিচারপতি আবেদন করে জানান, অবিলম্বে স্পিকার এবং বিরোধী দলের মধ্যে যে বিরোধ রয়েছে তার ইতি টেনে বিধানসভার কাজ স্বাভাবিকভাবে চালু করতে হবে।
এদিকে বিজেপি বিধায়করা আদালতে জানিয়েছেন, আগামীকাল বিধানসভায় মোশনে অংশে গ্রহণ করবেন তারা। এডভোকেট জেনারেলও জানান, বিধানসভার অধিবেশন বিরোধীদের অংশগ্রহণ করতে কোনও সমস্যা হবে না। উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়া শঙ্কর ঘোষ, নরহরি মাহাতো, সুদীপ মুখোপাধ্যায়, মিহির গোস্বামী, মনোজ টিজ্ঞাকে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
